বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) আছরের নামাযের পরপরই আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
তিনি বলেন, বিএনপির আমলে চাউলের কেজি ছিল মাত্র ১৭ টাকা আর বর্তমান অবৈধ সরকারের আমলে চাউলের কেজি ৬০ টাকা ছাড়িয়েছে। এতে বুঝা যায়, পবিত্র রমজান মাসেও সরকার নৃত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সাবেক, সাংগঠনিক সম্পাদক, তারেক মাহমুদ চৌধুরী (রাজিব)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মালেক মানিক, আবুল হাসান আলী, আলমগীর সিকদার হান্নান, মাসুম সিরাজী, যুবদল নেতা সাইফুল সিকদার, রিদোয়ান বাপ্পি, মোহাম্মদ শাহজাহান, ছাত্রদল নেতা রিদোয়ানোর রহমান, আলি হোসেন সুমন, রিয়াদ, মোঃ ইউনুস’সহ প্রমুখ।
রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ফয়সাল সিকদার (টিটুর) সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।