উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মৌলভী পাড়ায় দীর্ঘ ৪ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল।বৃহত্তর মৌলভীপাড়া মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে মৌলভীপাড়া স্টেশনে আজ ৫ জানুয়ারির মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের নিয়মিত আলোচক ঢাকা বায়তুন নুর জামে মসজিদের খতিব ড. মুফতি জাকারিয়া নুর।
মাহফিলে সভাপতিত্ব করবেন ভালুকিয়া হারুন মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমদ।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন রাজাপালং ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, কুতুবাবাদ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আব্দুর রশিদ, পল্লানপাড়া বায়তুশ সালাম জামে মসজিদের খতিব হোসাইন আহমদ সহ দেশবরেণ্য আলেমরা।
মাহফিলে প্রধান অতিথি থাকবেন হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সাবেক ইউপি সদস্য শামসুল আলম সহ গণমান্য স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে আয়োজকরা জানান,দীর্ঘ চারবছর পর মাহফিল আয়োজন করে দ্বীনি দাওয়াত দিতে পেরে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহফিল আয়োজন করতে পেরে ঈদের মতো আনন্দ অনুভব হচ্ছে বলে জানান তারা।