বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া কলেজ শাখার উদ্যোগে এইচ,এস,সি পরীক্ষার্থী ২০২১ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০ দিকে উখিয়া কলেজ মিলনায়তন মাঠ প্রঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া কলেজের সভাপতি সাইদুল আমিন টিপু, অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক।
উক্ত অনুষ্টানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত যে সকল আন্দোলন-সংগ্রাম এই দেশে অনুষ্ঠিত হয়েছে সফলতার সাথে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তরুণদের কে দিয়ে এ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন,সুতরাং তিনি তরুণদেরকে দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, আমরা সে সংগঠনের কর্মী। জাতির পিতার আদর্শকে ধারণ করে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করব।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উখিয়া কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের প্রধান ফরিদুল আলম চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটার, উখিয়া উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুর হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ সভাপতি এটিএম রশিদ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিতুন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,কক্সবাজার জেলা ছাত্রলীগ, উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও, উখিয়া কলেজের শিক্ষার্থী সহ আরো অনেকে।