গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম২৪ নামক অনলাইন নিউজ পোর্টাল ও ১৯ সেপ্টেম্বর দৈনিক আজকের কক্সবাজার বার্তায় প্রকাশিত ‘ইয়াবার ট্রানজিট পয়েন্ট উখিয়ার ডেইলপাড়া’ শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
সংবাদে আমাদেরকে জড়িয়ে যে সমস্ত কল্পকাহিনী ছাপানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
আমাদের নামে এলাকার কিছু কুচক্রী মহল মিথ্যা সংবাদ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। আমরা কেউ ইয়াবা কারবারে জড়িত নয়। আমাদের মধ্যে অনেকে কৃষক, দিনমজুর,গাড়ি চালক এবং ছোটখাটো ব্যবসা করে কোন রকম সংসার চালিয়ে আসছে৷
তাই আমরা উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের সংবাদে কর্ণপাত না করার জন্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নিকট দাবি করছি।
প্রতিবাদকারী,
আব্দুল গফুর পিতা-মৃত গুরা মিয়া, জসিম উদ্দিন, পিতা-ছব্বির আহমদ,আমিন মাতা-বলকিস খাতুন, ইব্রাহিম প্রকাশ কালু পিতা-মনছুর আলী, মোঃ বাবুল পিতা-সুলতান আহমদ, ছৈয়দ নুর মাতা-ফৈজা খাতুন।
সর্বসাং-ডেইলপাড়া, রাজাপালং,উখিয়া।