সকল করোনাভাইরাস (কোভিড১৯) আক্রান্ত রোগীদের রোগ মুক্তি ও উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর সু-স্বাস্থ্য কামনায় এবং উখিয়া উপজেলার সকল কর্মচারী কর্মকর্তাসহ আক্রান্ত ব্যক্তিদের রোগ মুক্তির জন্য উখিয়া স্টেশন জামে মসজিদে সোমবার দুপুরে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন উখিয়া। এতে সকলের রোগমুক্তি, সুস্বাস্থ্যসহ দেশ ও জাতির কল্যণ কামনা করে দোয়া করা হয়।
এসময় উখিয়া স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন উখিয়ার সুপারভাইজার আনিনুল ইসলাম ও মডেল কেয়ারটেকার মাওলানা জাফর আলমসহ উপজেলার ৩২ মসজিদের ইমাম ও ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক উপস্থিত ছিলেন।