দেশের সকল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে সব ধরণের সুরক্ষা মেনে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস নেওয়া শুরু হবে। এ সময় সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
করোনা সংক্রমণ পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।