উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বৃহত্তর থাইংখালীর একমাত্র বেসরকারী শিশু শিক্ষা প্রতিষ্টান হলিচাইল্ড একাডেমীর বর্তমানে বেহাল অবস্থা সৃৃৃৃষ্টি হয়েছে। উক্ত প্রতিষ্টানটি পরিচালনা কমিটি কতৃক পরিচালিত হলেও মুলত আয়ের উৎস হল ছাত্র ছাত্রীদের মাসিক টিউশন ফি এর উপর।
চলমান মহামারীর কারনে দীর্ঘদিন প্রতিষ্টানটি বন্ধ থাকার কারনে অতি বর্ষনে পাহাড়ী ঢলে প্রতিষ্টানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে, শিক্ষকেরাও দীর্ঘদিন সম্মানী না পেয়ে মানবেতর জীবন-যাপন করে যাচ্ছে। এমতাবস্থায় চলতে থাকলে চলতি বর্ষা মৌসুমে প্রতিষ্টানটির মাটি সরে গিয়ে ন্যুয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দাবী করেন হলিচাইল্ড একাডেমীর সভাপতি রশিদ আহমদ। তিনি এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান সহ এলাকার শিক্ষিত সমাজ,সচেতন মহল সহ সকলের প্রতি প্রতিষ্টানটি রক্ষার্থে সুদৃষ্টি কামনা করেছেন।