কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবাসহ শাহাজাহান (৪৫) নামের এক জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক শাহাজাহান উখিয়া রাজাপালং ইউপির ডেইল পাড়ার মৃত বাছা মিয়ার ছেলে।
সোমবার (১৬ আগস্ট) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে রাজাপালং জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রাজাপালং ইউপিস্থ জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।