উখিয়া উপজেলার বিপণি বিতানগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পণ্য কেনাবেচার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। ব্যবসায়ীদের হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা করার কথা থাকলেও এ ব্যাপারে নেই কোনও পদক্ষেপ।
সরেজমিনে রবিবার (১৭ মে) দুপুরে উখিয়া উপজেলার কোর্ট বাজার উখিয়া সদর কাপড়ের দোকান গুলো মার্কেট পরিদর্শন করে দেখা যায়, দোকানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানার জন্য দোকানের সামনে টাঙানোর কথা ছিল সতর্কবাণী সংবলিত ব্যানার ও ফেস্টুন। তবে তা মানছেন না ব্যবসায়ীরা। মালিক ও কর্মচারীদের মুখে নেই মাস্ক, হাতে নেই গ্লাভস। নিয়ম-নীতির (স্বাস্থ্যবিধি) তোয়াক্কা করছেন না কেউ।
বিশেষ করে জুতা, স্যান্ডেল ও কাপড়ের দোকানে নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল। মাস্কবিহীন শিশুরাও রয়েছে গার্ডিয়ানদের সঙ্গে। গাদাগাদি করে পছন্দের পণ্য কিনছেন তারা। সরকারি নিয়ম অমান্য করে দোকানের মালিক-কর্মচারীরা অনায়াসে ব্যবসা করে যাচ্ছেন। এ ছাড়াও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেকেই মানছে না সেই নিয়ম।
এ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে (১৮ তারিখ) সোমবার থেকে সকল দোকান পাট ও শপিংমল বন্ধ ঘোষনা দেন