জানা যায়, গত ৪ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে সরকারী ত্রাণের চাল মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং মোঃ এহসান ষ্টোরে অভিযান চালিয়ে সরকারী ত্রাণের “ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” শ্লোগান লেখা চটের বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় রূপান্তর করা অবস্থায় ৩হাজার ৫শ কেজি চাল এবং ৯৯টি চটের সরকারী খালি বস্তাসহ হলদিয়া পালংয়ের সোনা আলীর পুত্র মোঃ এহসান (৩১), পশ্চিম হলদিয়ার মৃত মোঃ সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং পাগলীর বিলের কালু সওদাগর বাড়ির মৃত মকবুল আহমদেও পুত্র আবুল কালঅম (৫০) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত চাল ও খালি চটের বস্তাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।