সাংবাদিক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি- মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।
তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার এলিফ্যান্ট রোডের বাসায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলার বানী, বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এবং দিল্লিতে প্রেস মিনিস্টার এর দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা।