ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেকের নাম রাজাকার তালিকায় থাকায় তাকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে আবেদনকারী ধারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, তারা আবেদন দিয়েছেন। দল ব্যবস্থা নিবে বলে তারা আশা করছেন।
হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবিরুল ইসলাম বেগ বলেন, তিনি নিজেও বিষয়টি নিয়ে বিব্রত। কিন্তু এখন দলের কোনো কমিটি ভাঙা যাবে না। তাই তিনি ব্যবস্থা নিতে পারছেন না। তবে তিনি অভিযুক্তকে স্বেচ্ছায় পদ থেকে সরে যেতে বলেছেন।এ বিষয়ে রাজাকার হিসেবে অভিযুক্ত ধারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক বলেন, তার বিরুদ্বে আনীত অভিযোগ সঠিক না।