বরগুনায় ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন উখিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
বুধবার দুপুরে এক বিবৃতিতে ‘উখিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির’ সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া বলেন, শুধু মান্নু নয়, দেশব্যাপি সাংবাদিক হয়রানি হামলা-মামলা বন্ধের দাবী জানান।
উল্লেখ্য, ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার বরগুনা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নুর সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ঔষধ আবিষ্কার ও এর প্রচার চালাই একটি মহল।
মাহবুবুল আলম মান্নু জনস্বার্থে এর প্রতিবাদ করেন এবং মামলা দায়েরের জন্য পুলিশের শরনাপন্ন হন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে উল্টো ঔষধ আবিষ্কার ও প্রচার চক্রের করা মামলা গ্রহণ করেছে। এ ঘটনায় মাহবুবুল আলম মান্নু সঠিক বিচার থেকে বঞ্চিত ও হয়রানি হচ্ছেন।