স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন কক্সবাজারবাসীর দাবি ছিল। আমিও কক্সবাজারের নাগরিক হিসেবে সেটির প্রয়োজনীয়তা তীব্রভাবে আনুভব করেছি। তাই যত দ্রুত সম্ভব শূন্যতা পূরণের চেষ্টা করেছি।’
করোনা পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, মহামারি মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানেরও এগিয়ে আসতে হবে। ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির সদস্যরা মাত্র এক দিনের মধ্যেই টাকা যোগাড় করে জেলাবাসীর জন্য পাঠিয়েছে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অক্সিজেন।অপরদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জেলা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতা রক্ষার জন্য ফেসবুকে প্রচারের মাধ্যমে আরো দুটি অক্সিজেন ক্রয়ের টাকা যোগাড় করেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলার লোকজনও অক্সিজেন দুটি ক্রয়ের জন্য হাত বাড়িয়েছেন। প্রশাসনেরও সবাই এ বিষয়ে আন্তরিক ছিলেন।
এ উপলক্ষে মঙ্গলবার সচিবালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসনে অনলাইন জুম কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদের মধ্যে এসব আলাপ হয়।
প্রায় ২৩ লাখ টাকা মূল্যের মোট ৩টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের কাছে জেলা প্রশাসক মো. কামাল হোসেন হস্তান্তর করেন। জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, করোনালয়ের এমন দুর্বিষহ সময়ে সমাজের দানশীল ব্যক্তিরা করোনাক্রান্ত মানুষের সেবায় এগিয়ে এসে এক নজির সৃষ্টি করেছেন।
জেলা প্রশাসক জানান, আগামী কয়েক দিনের মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আরো ৭টি হাই-ফ্লো ক্যানোলা অক্সিজেন রোগীদের সেবার জন্য দেওয়ার কথা রয়েছে। এসবের মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান একটি করে, ইউএনএইচসিআর কর্তৃক ৩টি, যুক্তরাজ্যস্থ কক্সবাজার সমিতি কর্তৃক ১টি ও শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেবা) কর্তৃক ১টিসহ ৭টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অক্সিজেন।
জেলা প্রশাসক মনে করেন, কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণে এ চিকিৎসা উপকরণসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কভিড পজিটিভ ব্যক্তির অক্সিজেন সেচুরেশন নেমে গেলে এসব হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অক্সিজেন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে এবং এ ধরনের আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।