ব্যক্তিগত ও রাজনৈতিক অঙ্গনে বর্ণাঢ্য জীবনের অধিকারী সালাহউদ্দিন আহমেদ। ছিলেন ম্যাজিস্ট্রেট, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব। পর পর তিন বারের নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য ২০০১-০৬ বিএনপি ও তৎকালীন ৪ দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
আজ ৩০ জুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ৫৮ তম জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।