উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের জাফর হার্ডওয়্যারের দোকান থেকে ২০হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার(১০ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে র্যাব-১৫ এর একটি বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা জাফর হার্ডওয়্যারে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া পালংয়ের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জাফর (৩০), মীর আহমদের ছেলে জয়নাল (৩২) ও সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ (২৯)।
র্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। তিনি আরো জানান,আটককৃতদের মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।