২৬জুন সকালের দিকে পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ দল এই আস্তানা ঘেরাও করে ফেলে। তখন ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আতœা রক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করে। দু’পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে বিপূল পরিমাণ ইয়াবা ও অস্ত্রাদিসহ গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত গ্রæপের সদস্যরা মারা যায়।