বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সচিবালয় নিজ কক্ষে অনলাইন সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, পশুর হাটের নিরাপত্তা এবং পশু বিক্রি নিয়ে আমরা কয়েকটি সভা করেছি। আরো কয়েকটি সভা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সভা করে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি সভা করা হয়। পশুর হাট নিয়ে আমরা স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করব।
সভায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।