রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠেছে ইয়াবা সিন্ডিকেট। কুতুপালং পশ্চিমপাড়া এলাকার খাইরুল আমলের নেতৃত্বে রোহিঙ্গা গডফাদাররা রমরমা ইয়াবা বাণিজ্য চালিয়ে আসলেও দেখার কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সচেতন মহল আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি উক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, করোনা লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ব্যস্ত থাকার সুযোগে ঘুমধুম সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার ইয়াবা চালান নিয়ে এসে মজুদ করে থাকেন কুতুপালং পশ্চিমপাড়া এলাকার খাইরুল আলম প্রকাশ মৌলভী খাইরুল বশরের বাড়ীতে। তার সাথে কুতুপালং লম্বাশিয়া এলাকার ইয়াবা গডফাদার মাস্টার মুন্না ও মাহামুদুল্লাহ’র সখ্যতা রয়েছে। পরে সুযোগ বুঝে ইয়াবা চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
স্থানীয় এক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, খাইরুল আলম দীর্ঘদিন প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক কয়েকজন গডফাদার তার সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি উক্ত ইয়াবা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।