বুধবার (২৪জুন) বিকালে বান্দরবান সদর হাসপাতালে আনার আগে তিনি মারা যান বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. জসিম উদ্দিন।
তিনি আরেও জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময় তিনি মারা গেছেন। তবে করোনা উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা নেয়া হয়েছে।
জানা গেছে, জেলা সদরের আর্মীপাড়া এলাকায় গত তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, ব্যথা নিয়ে অসুস্থ্য ছিলেন আলাে।
বুধবার বিকালে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত আলাউদ্দিন আলো বান্দরবান পৌর শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। এলাকাবাসীর কাছেও ছিলেন একজন জনপ্রিয় মুখ হিসেবে।
জেলা ছাত্রদল নেতা ওমর ফারুক জিহাদ ও হেলাল উদ্দিন জানান, তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভূগছিলেন আলো। বুধবার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। সদাহাস্যজ্বল এই নেতা দলীয় প্রতিটি কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা ছিল।
এদিকে ছাত্রদল নেতা আলাউদ্দিন আলোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাচিং প্রু জেরী।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা এবং বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ শোক জানান।
শোকবার্তায় তারা বলেন, মরহুম আলাউদ্দিন আলো বিভিন্ন আন্দোলনে অকুতভয় সৈনিক ছিলেন। জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন তিনি।