চাঁদা না দেওয়ায় এক প্রবাসির বসতভিটার বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
৩১ জানুয়ারি (রোববার) রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া স্টেশনের এ ঘটনাটি ঘটে। এ
জানা গেছে, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন অতিবাহিত করে আসছে।
প্রবাসি হেলালের স্ত্রী জোসনা আকতার অভিযোগ করে বলেন, শনিবার তার বসতবাড়ীর চতুর পাশে বাউন্ডারি ওয়াল দেয়ার কাজ শুরু করলে স্থানীয় মোঃ বেলাল এর ছেলে বখাটে ছৈয়দ করিম তার নিকট থেকে চাঁদা দাবি করে। তার দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে কবির সওদাগর ও মুসলিম উদ্দিনসহ আরো কয়েকজন দলবেধে রাতে এসে বাউন্ডারি ওয়ালটি গুড়িয়ে দেয়৷ ঘটনার পর থেকে আতঙ্কে রযেছে বলে দাবি জোসনার। সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার পরপরই বিষয়টি উখিয়া থানা পুলিশ অবহিত করার কথা জানান জোসনা।