আবু সিদ্দিক ওসমানী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমি সহ আমার পরিবারের ৮ সদস্য কোভিড পজেটিভ। ও আমার আল্লাহ আমি পাপী’কে তুমি ক্ষমা করে দাও। সবার কাছে ক্ষমা ও দোয়া চাই।’
এ ব্যাপারে জানতে আবু সিদ্দিক ওসমানীর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই বিস্তারিত জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ইতোপূর্বে আবু সিদ্দিক ওসমানীর ভগ্নিপতি, কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা আবদুল মান্নান ও মান্নানের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন।