কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে আরআরআরসির স্টিকার লাগানো হাইয়েস মাইক্রো ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জনের মৃত্যু হয়েছে , অপর ১জনের অবস্থা আশংকাজনক। ২৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী কোটবাজারের নুরুল হুদা খোকন জানান , কক্সবাজার থেকে টেকনাফগামী কেটি হায়েস মাইক্রো মোহাম্মদ শফির বিল এলাকায় নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নসিমনের চালক ঘটনাস্থলে মৃত্যু হয় । নসিমনের অপরযাত্রীকে আংশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে নিহত আহতের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আমিও শুনেছি একজন মারা গেছে। ঘটনাস্থলে ইনানী ফাঁড়ির পুলিশ সদস্যরা রয়েছে। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।