কক্সবাজার সদর হােটেল সী প্যালেসের সামনে মেসার্স মা মেডিকো’তে অভিযান চালিয়ে মুঠোফোন, নগদ টাকা,১৬ বােতল বিদেশী মদ ,৬৯ ক্যান বিয়ার,৪ বােতল ফেন্সিডিল , ২০০ গ্রাম গুড়া ইয়াবা ও বিপুল পরিমান অন্যান্য মাদকদ্রব্যসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন র্যাব-১৫।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল কক্সবাজার সদর হােটেল সী প্যালেসের সামনে মেসার্স মা মেডিকো ফার্মেসীতে অভিযান পরিচালনাকালে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
পরে জনসম্মুখে দোকানে তল্লাশী করে মুঠোফোন, নগদ টাকা,১৬ বােতল বিদেশী মদ ,৬৯ ক্যান বিয়ার,৪ বােতল ফেন্সিডিল ,২০০ গ্রাম গুড়া ইয়াবাসহ বিপুল পরিমান অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়
গ্রেফতার কৃত আসামীরা হলেন চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নের সুচিয়া গ্রামের কার্তিক সেন এর ছেলে মোহন সেন (২৯)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।