টেকনাফ হােয়াইক্যং বাজারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন র্যাব-১৫।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল টেকনাফ হােয়াইক্যং বাজারে অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পরে জনসম্মুখে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে সাতে থাকা শপিং ব্যাগ থেকে সর্বমােট ৯ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীরা হলেন হোয়াইক্যং ঊনছিপ্রাং এলাকার অছিউর রহমানের ছেলে আলী হোছন (৩০)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে আটক ব্যক্তির ইয়াবা উদ্ধারের বিষয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।