উখিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর নুরুল হোসাইনের করোনা পজিটিভ। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে এই প্রতিবেদককে নুরুল হোসাইন জানান, উখিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসে আমি একজনই অডিটর হিসেবে রয়েছি। করোনার সংকট মূহুর্তে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিদিন অফিস করেছি। মানুষের সেবা করতে গিয়ে আজ আমি নিজেই আক্রান্তের শিকার হলাম।
তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে অসুস্থতাবোধ করার পর ডাক্তারের পরামর্শে গত শনিবার করোনা টেস্টের জন্য উখিয়া হাসপাতালে স্যাম্পল দিই। রবিবার রাত ১২টার দিকে রিপোর্ট পজেটিভ আসে। আমি শারিরিক ভাবে সুস্থ আছি। তবে আমার স্ত্রী এবং ২ সন্তান যেন সুস্থ থাকেন তার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করছি। পরিশেষ তিনি দ্রুত সুস্থ্য হয়ে আবারো যেন মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, এই প্রথম উপজেলা কোন কর্মচারী করোনায় আক্রান্ত হলেন। তিনিও তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় লোকজনকে সরকারি নির্দেশামতে, স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব মেনে চলা পরামর্শ দিয়েছেন তিনি।