‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা’- মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে উখিয়া উপজেলায় প্রায় ১০০টি ভূমিহীন/গৃহহীন পরিবারকে ২ শতক করে খাসজমি বরাদ্দ দিয়ে সেই জমিতেই সরকারি খরচে ঘর তৈরী করে দেয়া হচ্ছে।
রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রথম পর্যায়ে ৩৩টি পরিবারকে ২ শতক করে খাসজমি বন্দোবস্ত দেয়া হয়। সরকারের পক্ষে মাননীয় জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার(ভূমি) কবুলিয়ত সম্পাদন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নতুন কাপড় ও শীতবস্ত্র উপহার দেয়া হয়।
তবে পর্যায়ক্রমে উপজেলায় প্রায় ১০০টি ভূমিহীন/গৃহহীন পরিবারকে ২ শতক করে খাসজমি বরাদ্দ দিয়ে সেই জমিতেই সরকারি খরচে ঘর তৈরী করে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে তাদেরকে জমির কবুলিয়ত, খতিয়ান ও ঘর হস্তান্তর করবেন।