উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পূর্বডিগলিয়া পালং খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারি (শনিবার) বিকাল ৩ ঘটিকায় পূর্ব ডিগলিয়া পালং খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন জুবাইর একাদশ, অপরদিকে অংশগ্রহণ করেন বাদশা একাদশ।
খেলায় জুবাইর একাদশ, বাদশা একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঘুমধুম ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য ফরিদুল আলম, ব্যবসায়ী ঠান্ডা মিয়া, প্রবাসি ছৈয়দ হোসন, শাহীন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় ছিলেন রহমত উল্লাহ আজাদ, সহকারী পরিচালক হিসেবে ছিলেন মোঃ রাশেল ও সেলিম।