টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, শুরুবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের লেদা বিওপি’র বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ বেড়ীবাঁধের পিছনে গোপনে অবস্থান গ্রহণ করে। হঠাৎ একজন দুষ্কৃতকারী ব্যক্তিকে লেদা খালের ১০০ গজ পূর্ব দিক দিয়ে একটি বস্তা কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে আসতে দেখে। টহলদল নাইট ভিশন ডিভাইস দ্বারা উক্ত ব্যক্তিকে দেখা মাত্র দ্রুত দাওয়া করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে দিয়ে লেদা খালের আঁড় ব্যবহার করে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে পেলে যাওয়া ইয়াবার বস্তাটি উদ্ধার কর হয়। বস্তার ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।