আলমগীর মাহমুদ :
অনলাইন প্রেসক্লাব কামাইন্না পুতের পহেলা বৈশাখের উপহার করে সুরক্ষা সামগ্রী থেকে সিলিন্ডার, চূলায় স্মরণ করছে, তাঁকে জীবন দেয়া প্রেমিক প্রবর চাল্লিশকে।
উপহার অত্যন্ত নান্দনিক ‘চূলা’ যেখানে জ্বলাও যায় জ্বালাও যায়! আবার কাউকে জ্বলাতেও ব্যবহার করা যায়…!
আমাদের এই চূলা জ্বলতে ব্যবহার হউক। জ্বলাতে জ্বালাতে নয়।
যদি সম্ভব হয় এই চূলার রান্না কেমন? টেস্টে কেউ যদি চাল্লিশকে চাল্লিশা রান্নার আদলেও এগিয়ে আইয়ে নির্বাহ আমার।
স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কারো প্ররোচনা ব্যতিরেকে হলফনামার শিরোভাগে নিজ দস্তখত উজাড় করিয়া দিলাম ।
সভাপতি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা। সেক্রেটারি সাহেবের জন্য ভালবাসার ”ভান্ডু” উজাড় হইল।
চাল্লিশের খাদেম হিসেবে ক্ষমতার হায়াত দেরাজ হউক।
এম্পেসিয়ালী অনলাইন প্রেসক্লাবের ভিটি হবেই হবে ইনশাআল্লাহ এই দোয়া মোর! সবাইকে নিরন্তর শুভেচ্ছা।
লেখক: বিভাগীয় প্রধান
সমাজবিজ্ঞান,উখিয়া কলেজ।