উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা অর্থ দন্ড,অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত মোঃ আনোয়ার ইসলাম (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উখিয়া উপজেলার রাজাপালং মৃত আবদুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
উখিয়ার থানার অফিসার আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপন করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার আটক করা হয়েছে।