“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশিক্ষিত জাতি বিনির্মাণে বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রত্যয়ে সারা দেশের ন্যয় আজ উখিয়া উপজেলার পূর্বাঞ্চলীয় জনপদে প্রতিষ্ঠিত চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই বিতরণ করেন।
চকচকে নতুন বই পেয়ে চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের শিশুদের চোখেমুখে খুশির আনন্দ বয়ে যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিক আজাদ, একটি বাড়ী এটি খামার প্রকল্পে উপজেলা সমন্বয়কারী আবদুল করিম, পরিকল্পিত উখিয়া চাই’এর আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, আওয়ামী লীগ নেতা আলী হোসেন খাঁন, ফারিরবিল আলিম মাদ্রাসার সি.শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুফিদুল আলম, আব্দুল খালেক।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার হামিদুল হক।
এর আগে বিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল খালেক।
এছাড়াও সাধারণ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কোভিড-১৯ পরিস্থিতিতে বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদরুল আলম।