উখিয়া কুতুপালং বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উপকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে অভিযান চালিয়ে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ একজন রােহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উখিয়া উপকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় এক রােহিঙ্গা ব্যক্তিকে আটক করে।
পরে জনসম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার সাথে থাকা পলিথিন ব্যাগ থেকে সর্বমোট ৯হাজার ৯৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামী উখিয়া কুতুপালং রােহিঙ্গা ক্যাম্পে (২ ব্লক এর ই -৩) পিতা- সৈয়দ আলম এর ছেলে আব্দুস শুকুর ( ২৪ ) ।
রাত সাড়ে ৯টায় আটক ব্যক্তি ও ইয়াবা উদ্ধারের বিষয় প্রেসে বিজ্ঞপ্তির গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।