উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খয়রাতি ফুটবল খেলার মাঠের পাশে এলজিএসপি কাজ পরিদর্শন করেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে সরজমিন পরিদর্শন করে এমন চিত্র দেখা যায়।
এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে ওই জায়গাটি ভাঙ্গন ধরলেও কোন জনপ্রতিনিধি তা উদ্যোগ নেয়নি৷ এই প্রথম বর্তমান ইউপি সদস্য শাহজাহান ছাড়া।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান জানান, দীর্ঘদিন ধরে ফুটবল খেলার মাঠের উত্তর পাশে জায়গাটি প্রতি বর্ষা মৌসুমে ভেঙ্গে আসছিল। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে এই ভাঙ্গন রক্ষার্থে গাইডওয়ালটি দেওয়া হচ্ছে।