১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উখিয়ার কোটবাজারে উখিয়া আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে।
সভায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, দীর্ঘিদিন ধরে দলের কর্মকান্ডে অসহযোগীতা, গঠনতন্ত্র পরিপন্থি কার্যাকলাপে লিপ্ত থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীকে বাদ দিয়ে ১ নং যুগ্ন সম্পাদক নুরুল হুদাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এসময় শত শত উপস্থিত সামনে দলের ত্যাগী নেতা নুরুল হুদাকে পরিচয় করিয়ে দেন।
এছাড়াও কারা দলের পথ ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে বলে তিনি জানান৷
নুরুল হুদা’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করে পরিচয় করিয়ে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী