মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের স্মরণে উখিয়া অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার বিকেল ৪ টায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা আজকের এই ঐতিহাসিক দিনের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহউদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, নির্বাহী সদস্য তানভির শাহরিয়ার, হেলাল উদ্দিন, সদস্য শরিফ আজাদ ও আলাউদ্দিন সিকদার।