নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি,র যুগ্ন-সম্পাদক নুরুল আবছার সোহেলের মাতা হোসনে আরা বেগম গত ৯ ডিসেম্বার (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জনিত সমস্যায় ভূগছিলেন।
আজ ১০ ডিসেম্বার সকাল ১০টায় স্থানীয় রেস্টহাউজ সংলগ্ন মরকাজুল উলুম দারুছুন্নাহ এতিমখানা ও মাদরাসা মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা সম্পন্ন হয়।
এসময় মরহুমা হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি,র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোক বার্তার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা বিএনপি,র সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু।
১০ ডিসেম্বার (বৃহস্পতিবার)
বিএনপি,র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহাম্মেদ এর স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি,র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা হোসনে আরা বেগম অত্যান্ত প্রিয়ভাজন ছিলেন।মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলমীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা হোসনে আরা বেগম কে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারবর্গকে এই বিশাল শোক সহ্যের ক্ষমতা দান করেন। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পবিবারের সদস্য বর্গ, আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানান তিনি ।