টেকনাফ – মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ১২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছেন র্যাব -১৫।
র্যাব সুত্র জানায়, বুধবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক ক্রয় – বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে
টেকনাফ – মেরিন ড্রাইভ সীবিচ সড়কে আব্দুল্লাহ স্টোর এলাকায় উখিয়া মরিচ্যার মৃত মােজাফফর আহম্মদের ছেলে সুরুত আলমকে (৩২) আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে সর্বমোট ১২ হাজার ৭০০ পিস ইয়াবা, তার ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, মুঠোফোন ও নগদ টাকাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানান র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।