কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ।
রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে এই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে রোহিঙ্গা।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।