রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকায় এক চোর জনতার গণপিটুনিতে নিহতের খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, নিহত চোর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকার মৃত আবু তাহেরের ছেলে দূধর্ষচোর বাদশ মিয়া।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত বাদশা মিয়া একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম(৫০) বাড়িতে চুরি করার উদ্যোশ্যে গমন করে,পরে সে বাড়িতে থাকা লোকজনের উপর হামলার চেষ্ঠা করে, ঘটনাস্থলে
আবুল কালাম রাজমিস্ত্রি ও তার স্ত্রী রেহেনা আক্তার (৩৫) তার ছেলে ইমরান (১৫) সামান্য জখম হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয় জনতা এসে তাকে গণধোলাই দেয়, এতে বাদশা মিয়া নিহতের ঘটনা ঘটে।
রামু থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ভোর ৬:০০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করি, আমরা জিডি মূলে লাশ সুরত হাল করে পোস্টমর্টেম করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা নিচ্ছি ,পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে মামলা নিবে। এবং ঘটনাস্থলে গ্রামবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছি।