বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রশীদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনা পাড়ার বাসিন্দা রহিম আলীর স্ত্রী রশীদা বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে মারা গেছেন। নিহত রশীদা বেগম (৬৫) শনিবার (৬জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ঘুমধুমের পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করেছিলেন তিনি। তারমত ঘুমধুমের বাসিন্দা আরো ৪ জন রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হন। কিন্তু তারা বান্দরবান স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা না দেয়ায় তারা বান্দরবান স্বাস্থ্য বিভাগের আক্রান্তের তালিকাই নেই। তবে কক্সবাজার পিসিআর ল্যাবের তালিকায় বান্দরবান জেলার রোগী হিসাবে তালিকাভুক্ত আছেন। এদিকে রশীদা বেগমের আগে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়ার বাসিন্দার টিএন্ডটি অফিসের কর্মচারী মো: শাহাজাহানের মৃত্যু হয়েছিল করোনাভাইরাসে। কিন্তু মৃত্যুর পর রিপোর্টে তার পজিটিভ শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো: ছলিম জানান, করোনায় ঘুমধুমে রশীদ বেগম নামে একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সাবাজারের মাধ্যমে নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিলেন। তাই বান্দরবান স্বাস্থ্য বিভাগের শনাক্ত রোগীর তালিকায় নাম নেই তার।