বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন । বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
ইউএনও বেগম আছিয়া খাতুন নিজেই বিষয়টি স্বিকার করেছেন। তিনি জানান কাপুনী থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা দিয়েছিলাম। আজ রাতে বিআইটিআইডির রিপোর্টে পজিটিভ এসেছে। এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি।
তিনি বলেন, আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। মোটামুটি সুস্থ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বোয়ালখালীতে ভাইরাসটি প্রতিরোধে সোচ্চার ছিলেন তিনি। এছাড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজার চালুসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বিসিএস ৩০ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।