আমার ও মাঝে মাঝে ছুঁতে ইচ্ছা করে তোমার খোলা চুল গুলো,কল্পনাতে তাই কতবার যে তোমার চুলের মাঝে হাত বুলিয়েছি তার কোনো হিসাব নেই।
আমার খুব ইচ্ছা করে তোমার ঐ নরম আঙুল এর মাঝে আমার আঙুল গুলো রেখে এই পথটা পেরিয়ে যেতে।
আমার খুব ইচ্ছা করে গোধূলি বেলা শেষে কোনো এক মাঠের প্রান্তরে তুমি আমি বসে এক সাথে ঐ সূর্য্য টাকে আড়ালে লুকিয়ে যেতে দেখবো।
আমার খুব ইচ্ছা করে বাড়ি ফেরা ঐ পাখি গুলোর মতো তুমি আমি পায়ে পা মিলিয়ে একসাথে হেটে যায় ফেরার পথে।
আমার খুব ইচ্ছা করে দূরত্বে থাকা সময় গুলোকে তুমি আমি ঐ চাঁদের দিকে তাকিয়ে একে অন্যকে ভেবে পার করে ফেলবো সারারাত।
কখনো যদি চাঁদ লুকিয়ে যায়, না হয় তারা গুলো আর না হয় জোনাকি পোকা গুলোর সাথে জেগে রবো সারা নিশি।
আমার খুব ইচ্ছা করে সকাল টা শুরু হবে তোমার চুড়ির শব্দে হয়তো রাগ করে তকাবো তোমার দিকে।
তুমি না হয় রাগ গুলো মুছে দিও তোমার মিষ্টি হাসিতে।হুম ইচ্ছা করে।
হ্যাঁ, আমি চাই এমন কাউকে।
জানি কল্পনা সত্যি করা খুব কঠিন। কিন্তু যদি দুটো মন মিলে গড়ে তুলি এই কল্পনাকে বাস্তবরূপে। হয়তো সেটাই হবে একটা নতুন সূচনা।
আমার খুব ইচ্ছা করে তুমি আর আমি আলাদা কোনো লাইন হবো না।এক পৃষ্টার এক লাইনে গল্পটা হবে আমাদের আর আমাদের ইচ্ছা গুলোর।
ভালো থেকো আমার ভবিষ্যতে লুকিয়ে থাকে আমার ভালোবাসা। অপেক্ষাই আছি এই ক্লান্ত সময়ের শেষে হয়তো আমাদের হবে দেখা।