উখিয়া উপজেলার পালংখালী ফুটবল টুর্নামেন্ট ৩য় দিনের খেলায় পুটিঁবনিয়া ফুটবল একাদশ এর জয় লাভ করেছে। পালংখালী যুবরাজ সংস্থার খেলার মাঠে পালংখালী খেলোয়াড় সমিতি ইয়াবা,সন্ত্রাস এবং সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান ও মহান বিজয় দিবসকে সামনে রেখে খেলোয়াড়দের খেলার মান উন্নয়নের লক্ষ্যে আজকে ৩য় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজাউল করিম ছোট্টু যুগ্ম আহবায়ক পালংখালী ইউনিয়ন শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফয়েজুল ইসলাম সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক, পালংখালী ইউনিয়ন শাখা,জসিম উদ্দিন পারভেজ সিনিয়র সদস্য পালংখালী খেলোয়াড় সমিতি,হোসাইন আহমদ সিনিয়র সদস্য পালংখালী খেলোয়াড় সমিতি, সাইফুল ইসলাম সাবেক সভাপতি ছাত্রলীগ পালংখালী ইউনিয়ন শাখা এবং সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম সিনিয়র সদস্য পালংখালী খেলোয়াড় সমিতি।
আজকের খেলায় পুটিঁ বনিয়া ফুটবল একাদশ জামতলী ১-০ গোলে ইউনাইটেড ফুটবল একাদশ পশ্চিম পালংখালী কে পরাজিত করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে।