কক্সবাজার টেকনাফ – মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ মাহমুদুল হক নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫
র্যাব সুত্র জানায়, ২৭ নভেম্বর বিকাল ৪টারদিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে টেকনাফ বীচ রোড়ের ফায়ার সার্ভিসের দক্ষিণে আলী আহমদ চেয়ারম্যানের মার্কেটের সামনে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং লেজির পাড়ার আব্দুল গফুরের পুত্র মাহমুদুল হক (২০) পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করে।
পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।