কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ হাবিবুর রহমানের নামাজে জানাযা সম্পন্ন হয়। আজ সোমবার দুপুর দুইটার সময় পালংখালী ইউনিয়নের থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের চাচা হাফেজ জাকের হোসেন। এ সময় বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী, ফারির বিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির আহমেদ, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, হীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহামুদ আলী, মরহুমের ভাই আবদুর রহমান, মাওলানা ড. জহির প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া আওয়ামী লীগের যুগ্নসম্পাদক ও ইউপি সদস্য মোজাফর আহমদ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল,পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তরুন আইনজীবি এড. এম এ মালেক, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মন্জুর,, বিএনপি নেতা মনির আহমদ, হেলাল উদ্দীন। জানাযার নামাজে বিপুল সংখ্যাক মুসল্লী অংশ নেন । পরে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উখিয়ার থাইনখালীস্হ নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন।মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে, দুই মেয়ে রেখে যান।