উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (অাংশিকসহ) রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে প্রশাসন।
এসময় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনা প্রদান করা হলেও এসব তোয়াক্কা না করে লকডাউন অমান্য করায় কোটবাজার,উখিয়া,কুতুপালং,বালুখালী এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী, দোকান মালিক, এনজিওকর্মীকে জরিমানা করা হয়েছে।
অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, সোমবার দিন ব্যাপী সেনা, র্র্যাব, পুলিশ সদস্য নিয়ে বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে সাড়ে ৮হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ টি যানবাহন আটক করা হয়। এছাড়াও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ৩০টি মামলা রুজু করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে আগামীকাল (মঙ্গলবার) থেকে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলে তিনি জানিয়েছেন।