উখিয়া উপজেলার পালংখালী পুটিঁবনিয়া জামতলী জুনিয়র ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন পশ্চিম পালংখালী ফুটবল একাদশ।
খেলার নির্ধারিত সময় গোল শূণ্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ২-৩ গোলে উলু বনিয়া মাওয়া ফুটবল একাদশকে পরাজিত করে পশ্চিম পালংখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়ে গৌবর অর্জন করেন।
সোমবার (১৬ নভেম্বর ) বিকেল ৪ টায় উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক, পালংখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,আলী আহাম্মদ, উপজেলা কৃষকলীগ নেতা আকতার উদ্দিন টুনু, কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, এড. এম এ মালেক, ফয়েজুল ইসলাম, আবদুর রহিম, রেজাউল করিম ছোট্ট পালংখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম, জুনায়েদ আহমেদ, নুরুল আমিন মেম্বার, আবদুল শুক্কুর মেম্বার, সুলতান আহমদ মেম্বার, ফরিদ আলম, পালংখালী ইউনিয়ন পরিষদের দফাদার রশিদ,রাসেল উদ্দিন প্রমূখ।
খেলা পরিচালনা করেন আহমেদ শফি, সহকারি হিসেবে ছিলেন রুস্তম আলী সৈকত ও জয়নাল আবেদিন, শাহাবুদ্দিন।
এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী কে ক্রেষ্ট প্রধান করেন খেলার পরিচালনা কমিটি। এসময় জাহাঙ্গীর কবির চৌধুরী বিজয়ী দলকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। উপস্থিত বিশেষ অতিথিদের ও ক্রেষ্ট প্রধান করা হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দল চ্যাম্পিয়ন এবং রানাস আপ ট্রফি তুলে দেন অতিথিরা।