উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়ায় স্বেচ্ছাশ্রমে ঐতিহ্যবাহী একমাত্র খেলার মাঠটির সংস্কার করলেন সাবেক ও বর্তমান প্রজন্মের খেলোয়াররা ও স্থানীয় লোকেরা।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠ সংস্কার কাজে ডেইলপাড়া এলাকার শত শত লোকজন নিরলস ভাবে পরিশ্রম করেন।
স্বেচ্ছাশ্রমে উখিয়ার ডেইলপাড়ায় খেলার মাঠ সংস্কার করছেন শত শত লোকজন
এলাকাবাসি বলেন, আগে খেলার মাঠটি উচু-নিচু হওয়ার কারনে খেলার পরিবেশ অনেকটা বাধাগ্রস্ত হতো। যার ফলে এলাকাবাসি মাঠটিতে খেলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেন।
এসময় এলাকার ক্রীড়ামোদি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও৷ সমাজ সেবক, মোঃ একেরাম, আনু সওদাগর, মোহাম্মদ আলী ভেন্ডার, মীর আহমদ, আজিজুর রহমান, আলী আহমদ, রফিক উদ্দিন, আবুল কালাম, জসিম উদ্দিন, শাহজাহান, কামাল উদ্দিন, ফরিদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন৷