শীত বস্ত্রের অভাবে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ঠ নিবারণে তৎপর উখিয়া উপজেলা প্রশাসন।
শীতার্ত মানুষগুলোর কষ্ট লাঘবে হিম রাতে শত কর্ম ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র নিয়ে ছুটে চলছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
যার ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে শনিবার রাতে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপালং মাদরাসা সংলগ্ন রহমানিয়া তাহফিজুল কোরআন হাফেজ খানা,উখিয়া উপজেলা প্রতিষ্ঠিত সবচেয়ে পুরাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানরুমখাবাজার হাফেজ খানা ও চৌধুরীপাড়ার একটি হাফেজ খানার শিশু কিশোর দের মাঝে বিতরণ করা হয় শতাধিক কম্বল।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
উখিয়ার ইউএনও জানান সরকারের নির্দেশনা অনুযায়ী উখিয়ার বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়াচ্ছে উপজেলা প্রশাসন
,এই কার্যক্রম পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কনকন শীতে শীতবস্ত্র পেয়ে খুশি হেফজখানার শিক্ষার্থীরা, প্রশাসনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হেফজখানাগুলো সংশ্লিষ্ঠরা।
শীতের বৈরি আবহাওয়ার মাঝেও উপজেলা প্রশাসনের এই মানবিক প্রয়াস কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।